Bengali Sports

Latest Bangla Sports Updates

এবারের বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ না!

<>

ধারণা করা হচ্ছিল যে এটাই হয়তো বা মেসির শেষ বিশ্বকাপ। আর হয়তো তাকে দেখা যাবে না বিশ্বকাপের মঞ্চে। এর আগে সাক্ষাৎকারে এমন কথা বলেছিলেনও মেসি। বলেছিলেন, হয়তো এটাই আমাদের জন্য শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। অ্যাগুয়েরু, ম্যাশ্চেরানো, ডি মারিয়াদেরও একই অবস্থা। আমরা হয়তো আর একসাথে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে পারবো না।

মেসির এমন কথায় সবাই ধরেই নিয়েছিল এটাই হতে যাচ্ছে মেসির শেষ বিশ্বকাপ। তবে সিদ্ধান্ত পাল্টেছেন মেসি। জানালেন, এটাই তার শেষ বিশ্বকাপ নয়।

মেসি বলেন, আমি বিশ্বকাপের পরেও খেলা চালিয়ে যেতে চাই। আর্জেন্টিনার জার্সিতে খেলা সম্মানের ব্যাপার। আমি বিশ্বকাপের পরেও খেলব। যদি বিশ্বকাপ নাও জিতি তাহলেও দেশের হয়ে খেলা চালিয়ে যাব।

কোপা আমেরিকায় চিলির বিপক্ষে হারের পর সেই অবসর নিয়ে মেসি বলেন, “আমার এই সিদ্ধান্তটি সঠিক ছিলো না। যে সকল তরুণরা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে তাদের জন্য এটা ছিল ভুল বার্তা।”

PJM Advertisement Click Here<><>

Bengali Sports © 2018