Bengali Sports

Latest Bangla Sports Updates

নিজের জাত চেনালেন পোলার্ড, দলীয় স্কোরসহ জমজমাট খেলাটি দেখুন সরাসরি লাইভ (Live)

মুস্তাফিজকে একাদশের বাহিরে রেখেই আবার দল ঘোষনা করল মুম্বাই। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে আজ ১৬ মে মুম্বাইয়ের ওয়াংখেরে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নেমেছে মুম্বাই। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। অনলাইন-জিও টিভি, হটস্টার।

আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ন। আজকের ম্যাচটি যেই জিতবে তার প্লে-অফে উঠার সম্ভাবনা থাকবে অনেক বেশি।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন।

ব্যাটিংয়ে নেমে মুম্বাইয়ের সংগ্রহ: ১৫৪/৬ (১৫.৫ ওভার) পান্ডিয়া ২ ও কাটিং ১ রান করে ব্যাট করছে। লিউস ৯ যাদব ২৭, রোহিত ৬ কূর্নাল ৩২ কিশান ২০ ও পোলার্ড ২৩ বলে ৫০ রান করে আউট হয়েছেন।

কিংস ইলেভেন পাঞ্জাব : লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, মার্কাস স্টোনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, অ্যান্ড্রু টাই, মোয়েত শর্মা, অঙ্কিত রাজপুত।

মুম্বাই ইন্ডিয়ানস: সূর্যকুমার যাদব, ইভিন লুইস, রোহিত শর্মা, ইশান কিশান, হার্ডিক পান্ডিয়া, কৃষ্ণ পান্ডিয়া, কিয়েরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকক্লানাঘান, মায়াঙ্ক মার্কণ্ড, জসপিত বুমরাহ।

খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন

<>

Bengali Sports © 2018