Bengali Sports

Latest Bangla Sports Updates

এবার সুখবর পেলেন পরীমনি

বিনা কর্তনে ছাড়পত্র পেলো পরীমনি অভিনীত ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। গতকাল মঙ্গলবার সেন্সরবোর্ড পাড়ি দেয় এই ছবিটি।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির।

পরীমনিয১এদিকে ‘আমার প্রেম আমার প্রিয়া’ আনকাট ছাড়পত্র পাওয়ায় বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন হালের জনপ্রিয় এ অভিনেত্রী।

আর সেই খুশিতে সবাইকে অগ্রীম ঈদ মোবারক জানালেন পরী।

ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা ও সীমান্তসহ আরো অনেকে।

<>

Bengali Sports © 2018