Bengali Sports

Latest Bangla Sports Updates

কথা দিয়ে কথা রাখেন না ক্রিশ গেইল..

এবারের আইপিএল-এ একের পর এক চমক দেখাচ্ছেন ক্রিস গেইল। অথচ এই গেইল কিন্তু প্রথম দিনের নিলামে অবিক্রীত থেকে গিয়েছিলেন। দ্বিতীয় দিনের নিলামে একেবারে শেষে গেইলকে তার বেস প্রাইস দুই কোটি রুপিতে কিনে নেয় প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও নাকি কথাবার্তা বলেছিল গেইলের সঙ্গে। শেষ পর্যন্ত অবশ্য আরসিবি আর এগোয়নি গেইলের জন্য। নিলামে অবিক্রিত থেকে যাওয়াটা অবাক করেছিল গেইলকেও।

কলকাতা নাইট রাইডার্স-এ ২০০৮ সাল থেকে ২০১০ পর্যন্ত টানা তিন বছর খেলেছেন গেইল। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন তিনি। খারাপ ফর্মের জন্য এবার বেঙ্গালুরু ‘ক্যারিবিয়ান দৈত্য’কে দলে রাখেনি।

গেইল
গেইলের দাবি, নিলামের আগে বেঙ্গালুরুর কর্তারা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তারপরে আর কেউ যোগাযোগ করেননি।

গেইলের বক্তব্য, বেঙ্গালুরুর কর্তারা তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তাকে বলেছিলেন, দলে নেওয়া হবে। শেষপর্যন্ত আর তাকে দলে নেওয়া হয়নি।

সেই অবহেলিত গেইল এখন কিংস ইলেভেন পাঞ্জাবের সম্পদ। এক সাক্ষাৎকারে গেইল জানিয়েছেন, তিনি ভেঙে পড়ার বান্দা নন। সেটা অবশ্য তার আগুনঝরা ব্যাটই বলে দিচ্ছে।

<>

Bengali Sports © 2018